সাতসকালে রাজধানীতে বোমাতঙ্ক; দিল্লির একাধিক নামী স্কুলে উড়ো মেলে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি

নিউজ ডেস্ক:  মে মাসের প্রথম দিনেই বোমাতঙ্ক দেশের একাধিক নামী স্কুলে। উড়ো ইমেলে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 


দেশের একাধিক নামে স্কুলে বুধবার সকালেই উড়ো ইমেল এসে পৌঁছয় সেই এম এল এর লেখা কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিস্ফোরণে পুড়িয়ে দেওয়া হবে স্কুলগুলি। হুমকি মেল এর খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় স্কুলগুলি পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। একটি স্কুলে পরীক্ষা চলছিল তাও বাতিল করে দেওয়া হয়।

সূত্র মারফত খবর বুধবার সকালে দিল্লির কমপক্ষে প্রায় আটটি নামে স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ভোর ৬ টায় প্রথম মেল আসে ডিপিএস দ্বারকায়। এরপর চাণক্য়পুরীর সংস্কৃতি স্কুল, নয়ডা দিল্লি পাবলিক স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, পুষ্প বিহারের অ্যামিটি স্কুল, ডিএভি স্কুলে উড়ো ইমেল আসে।  ইমেলে বলা হয় , স্কুলগুলি উড়িয়ে দেওয়া হবে।

 ইমেল পেতেই স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়।স্কুলগুলিতে পাঠানো হয় বম্ব স্কোয়াড, দমকল।  তবে সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  ইমেলের মাধ্যমেই হুমকি পাঠানো হয়েছে প্রতিটি স্কুলে। ওই ইমেলগুলির আইপি অ্যাড্রেস ট্রাক করে জানা গিয়েছে, তা ভারতের বাইরের।

তবে ভিপিএন ব্যবহার করে হয়তো ইমেল পাঠানো হয়েছে, যার কারণে সঠিকভাবে লোকেশন ট্রাক করা যাচ্ছে না। এমনটাই মনে করছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে রাজ্যের বেশ কয়েকটি সরকারি দফতর উড়িয়ে দেওয়ার হুমকি মেল  পাঠানো হয়েছিল। হুমকি মেইল পাঠানো হয়েছিল রাজভবন জাদুঘর এমন কি কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেবার কথা বলেও। আর এবার দিল্লির একাধিক নামে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি ইমেইল । 


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন