আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানাচ্ছে, বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল শুরু হবে। আবার বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। কাল বুধবার থেকে ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের দুই তিন জেলায়। বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। মঙ্গলেও চরম তাপপ্রবাহের লাল সতর্কতা পূর্ব মেদিনীপুরে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনায়-সহ দু-এক জায়গায় । ১১ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা । পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কলকাতা ও হাওড়া তাপপ্রবাহের থেকে মুক্ত।
বুধবার থেকে ফের বাড়বে গরম। তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। রীতিমতো লু বইবার সম্ভাবনা।
বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। শুক্রবার ও শনিবার চরমে উঠবে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি।
উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নীচের দিকে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আর ওপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা।