নিউজ ডেস্ক -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছেন, তখন রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন তুলে গেলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকর পাঠানো টাকা কোথায় গেল? আজ, মঙ্গলবার তিনি বর্ধমানের এক জনসভায় গিয়ে দাবি করেছেন, বিভিন্ন প্রকল্পে রাজ্যে প্রায় ১০ লক্ষ কোটি টাকা পাঠিয়েছেন মোদী।
এইদিন শাহ অভিযোগ করেন, মোদী সরকারের সব যোজনা নিজের নাম লাগিয়ে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেভাবেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। এমন অভিযোগ করে অমিত শাহ বলেন, “পিএম ফসল যোজনা হয়ে গেল ‘বাংলা ফসল যোজনা’, ‘পিএম আবাস যোজনা’ হয়ে গেল ‘বাংলার আবাস’, ‘স্বচ্ছ ভারত বদলে গিয়েছে ‘নির্মল বাংলা’ নামে, ‘জল জীবন মিশন’ হয়ে গেল ‘মমতার জলস্বপ্ন’।”
এরপরই অমিত শাহ বলেন, মোদী বাংলার জন্য ১০ লক্ষ কোটি টাকা পাঠিয়েছে। সেই টাকা কোথায় গেল, সেই প্রশ্ন তুলেছে তিনি। শাহ বলেন, “কোথায় গেল ১০ লক্ষ কোটি টাকা? কারা খেয়েছে সে সব টাকা?”
এইদিন রাজ্যে এসে ফের ৩০ টি আসনের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “৩০ টি আসন দিন। মোদীকে জেতান। আমরা বাংলাকে দেশের এক নম্বর রাজ্য হিসেবে গড়ে দেব। সোনার বাংলার স্বপ্নও পূরণ করবেন মোদী।”
Tags
politics