অর্জুন সিং-এর অভিযোগে জানিয়েছেন যে, তাঁর বাড়ির চারদিকে মোট ৮২ টি ক্যামেরা লাগানো হয়েছে। তাঁর বাড়িতে যারা যাচ্ছে-আসছে, তাদের ছবি সিসিটিভিতে ধরা পড়ছে বলে দাবি তাঁর। ক্যামেরা থেকে ছবি দেখে পুলিশের তরফ থেকে মামলা দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন অর্জুন সিং। তাঁর বাড়িতে যাতে কেউ না আসে, সেই ব্যবস্থাই করা হচ্ছে বলে মনে করছেন তিনি। অর্জুন বলেন, “পুরোহিতের ওপর পর্যন্ত নজরদারি করা হচ্ছে। একজন ভারতীয় নাগরিকের যে অধিকার থাকা প্রয়োজন, সেটাও থাকছে না।”
উল্লেখ্যযোগ্য বিষয়, গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। ব্যারাকপুরের সাংসদ হন তিনি। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পাননি তিনি। এরপরই তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি তাঁকে ব্যারাকপুরের প্রার্থী করেছে। তারপর থেকেই পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে অভিযোগ অর্জুনের।