নিউজ ডেস্ক -প্রথম দফার ভোটেই তুমুল অশান্তি মণিপুরে। ভাঙা হল ইভিএম, চলল গুলিও । দুষ্কৃতীরা ইভিএম ভেঙে ফেলায় সেখানে আবার নির্বাচন করাতে হবে। শনিবারই মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ১১টি পোলিং বুথে পুনর্নিবাচন ঘোষণা করলেন। আগামী ২২ এপ্রিল ফের ভোট গ্রহণ হবে।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, মণিপুরের ১১টি বুথের ভোট বাতিল করা হয়েছে। এখানে নতুন করে ভোট গ্রহণ করা হবে। আগামী ২২ এপ্রিল, সোমবার যে যে বুথগুলিতে ফের ভোট হবে, সেগুলি হল খুরাই কেন্দ্রের মৌরাংকাম্পু সাজেব, থংগাম লেইকাই বুথ, ক্ষেত্রীগাঁওয়ের চারটি বুথ, পূর্ব ইম্ফলের একটি বুথে, উরিপোকে তিনটি এবং পশ্চিম ইম্ফলের একটি বুথে পুনর্নির্বাচন হবে।
সূত্রের খবর, এই বুথগুলিতে গত শুক্রবার তীব্র অশান্তি হয়। বুথ দখল থেকে শুরু করে ইভিএম লুঠ, ভাঙচুর, এমনকী গুলিও চলে। ৭২ শতাংশ ভোট পড়লেও, যে বুথগুলির ইভিএম লুঠ ও ভেঙে দেওয়া হয়েছে, সেগুলিতে ফের নির্বাচন হবে।
প্রসঙ্গ অনুযায়ী, শনিবারই কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে ৪৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় রিগিং ও বুথ দখলের অভিযোগ এনে।
Tags
ELECTION