অপরদিকে রবি-সোম রাজ্যের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা বাতাসও বইতে পারে। রবিবারের পর ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে দিনের তাপমাত্রা। শনিবার পশ্চিমের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আপাতত কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও শুক্রবার ও শনিবার কলকাতায় ভ্যাপসা গরমের দাপট জারি থাকবে। ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বাংলার বেশ কিছু জেলার তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশাপাশি বীরভূম জেলায় তাপপ্রবাহের প্রভাব বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৫৫ থেকে ৯৩ শতাংশের আশপাশে। আবহাওয়া দফতর বলছে শনিবারের মধ্যেই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। তবে মাঝেমধ্যেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় রয়েছে বেশি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
Misleading
উত্তরমুছুন