নিউজ ডেস্ক - গার্ডেনরিচ, পিকনিক গার্ডেনের বাড়ি ভেঙে যাওয়ার পর এবার মুচিপাড়া। বাড়ি ভাঙার কাজ চলাকালীন বিপত্তি। ভেঙে পড়ে পাশের বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকার রাম কানাই শীল লেনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শীল লেনে অবস্থিত ৭ নম্বর বাড়ি। সেটিকে ভাঙার কাজ চলছে বিগত প্রায় ৬ মাস। প্রমোটিংও চলছে। এরপর মঙ্গলবার সকালে পাশের লাগোয়া বাড়ি ৬ বাই ১ এর বাসিন্দারা আজ সকালে খুব ভারী কিছু পরে যাওয়ার শব্দ শুনতে পান। আর ধুলোয় ভরে যায় গোটা এলাকা।
ধুলো একটু পরিষ্কার হলে দেখা যায়,৭ নম্বর এবং ৬ বাই ১ নম্বর বাড়ির মধ্যেকার কমন ওয়াল এবং পিলারের একাংশ ভেঙে ফেলেছে প্রোমোটার নিযুক্ত ঠিকাদার সংস্থা। ফলে ৬ বাই ১ তিনতলা বাড়ি কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে বাসিন্দারা নিচে নেমে আসেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আজ সকাল সাড়ে ন’টা নাগাদ একটা কাঁপুনি হয়। মনে হল যেন ভূমিকম্প হয়েছে। বাইরে এসে দেখি পুরো গলিজুড়ে ইট আর ইট। আমরা ভয়ে আছি। কয়েকদিন আগে সিলিং ভেঙে পড়ে গিয়েছিল আমার ঘরের। কেউ ছিল না বলে কিছু হয়নি।” আরও এক বাসিন্দা বলেন, “আমি তখন রান্না করছি। এত জোরে শব্দ হয়েছে ভয়ে নেমে এসেছি। নিচে নেমে এসে দেখি ধোঁয়ায় পুরো ধোঁয়া। বাড়ি ভাঙার সময় কোনও সুরক্ষা নেয়নি প্রোমোটার। কাউন্সিলরকেও বলেছিলাম। তিনিও প্রোমোটারকে বলেছিলেন। কিন্তু কোনও কথাই কানে তোলেনি। মুচিপাড়া থানায় জানিয়েছি।”