ভারতে আসার নির্দিষ্ট কোনও তারিখ না জানালেও, ভারতের মাটিতে যে পা রাখতে চলেছেন, সে কথা জানিয়েছেন ইলন মাস্ক। এক্স (পূর্বতন টুইটার)-র মালিক তাঁর নিজের অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লিখেছেন, “ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে আশাবাদী।”
এর আগে গত বছরের জুন মাসে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন ইলন মাস্ক। মোদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি নিজেকে ‘মোদীর ফ্যান’ বলেই দাবি করেছিলেন। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, ভারতে শীঘ্রই টেসলা আনা হবে।
বুধবারই রয়টার্স সূত্রে খবরে জানা গিয়েছিল যে চলতি মাসের শেষভাগে ভারত সফরে আসতে পারেন টেসলা কর্তা ইলন মাস্ক। ভারতে এসেই তিনি এখানে বিনিয়োগ এবং টেসলা কারখানা তৈরির ঘোষণা করতে পারেন। যদি এই জল্পনা সত্যি হয়, তবে ভারতে কমপক্ষে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারেন ইলন মাস্ক।
প্রসঙ্গ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই ভারতে বৈদ্যুতিন ও স্বয়ংক্রিয় গাড়ি টেসলা আনার পরিকল্পনা। কিন্তু অতিরিক্ত আমদানি শুল্কের কারণে সেই স্বপ্ন অধরা থেকে গিয়েছে। গত বছরই ইলন মাস্ক বলেছিলেন, ভারত যদি আমদানি শুল্ক কমায়, তবে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। ভারতের তরফেও পাল্টা দেশেই টেসলা প্রস্তুতকরণের কারখানা খোলার প্রস্তাব দেওয়া হয়।
সম্প্রতিই সরকারের তরফে ইলেকট্রিক গাড়িক ক্ষেত্রে নতুন নীতি ঘোষণা করেছে, যেখানে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রিক গাড়িতে আমদানি শুল্ক ৮৫ শতাংশ অবধি ছাড় দেওয়া হবে। এর জন্য ন্য়ূনতম ৪১৫০ কোটি টাকা (৫০০ মিলিয়ন ডলার) বিনিয়োগ করতে হবে এবং ৩ বছরের মধ্যে কারখানা তৈরি করতে হবে।