নিউজ ডেস্ক : আগামী ২০মে পঞ্চম দফায় ভোট শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। কিন্তু তার আগেই সমাজ মাধ্যমে এবারের শ্রীরামপুর লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী কবীর শংকর বোসের একটি অডিও ( এই অডিওর সত্যতা যাচাই করে নি DNN BANGLA) ভাইরাল হয়েছে। এটি মূলত একটি কল রেকর্ড। যেখানে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে বিজেপি প্রার্থীর হিন্দি ভাষায় কথোপকথন শোনা যাচ্ছে।প্রার্থী হওয়ার জন্য টাকা দিতে হবে কাউকে , এমনই কথোপকথন হচ্ছিল অডিও রেকর্ডে। দিল্লিতে নিয়ে গিয়ে সেই টাকা দেওয়া হবে। অডিওতে সেটিও শোনা গেছে। কিন্তু কবীর শংকর বোসের দাবি, এটা তাঁর গলা না। এটা ফেক অডিও। এই নিয়ে নির্বাচন কমিশন ও পুলিসে অভিযোগ দায়ের করেছেন তিনি।
বিজেপি প্রার্থী কবীর শংকর বোসের দাবি , "শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধরের প্রচারে লেখা আছে কমরেড। আর এই অডিও যে মাধ্যমে ছড়ানো হয়েছে তাতেও কমরেড লেখা। তাহলে কি এর সঙ্গে কোনও যোগ আছে। এর তদন্ত করতে আদালতে মামলা করব। এধরনের মিথ্যা প্রচার কেন করা হচ্ছে, এর পিছনে কারা আছে সেটা দেখা হোক।"বিজেপি প্রার্থী কবীর শংকর বোসের দাবির পাল্টা জবাব দেন বামপ্রার্থী দীপ্সিতা ধর। তিনি বলেন ," এই বিষয়টা শুনেছি। কিন্তু এটা নিয়ে আমরা বিন্দুমাত্র উৎসাহী নই। এর আগেও এরকম একটা অডিও ভাইরাল হয়েছিল। আমরা সেটা নিয়েও কিছু বলিনি। আমরা যদি এই বিষয়টাকে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করতাম তাহলে যেখানে মিটিং করছি, মাইকে বলছি, সেখানেও তো আমরা বলতাম"। তিনি আরও বলেন, "উনি বলেছেন মামলা করবেন। আমি বলছি, মামলা করুন। প্রয়োজনে আমরা টাকা দেব। ওই ইউটিউব চ্যানেলের আইপি অ্যাড্রেসটা কার। সেটা তো জানা দরকার। আমার তো মনে হয় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আমার মনে হয় বিজেপির লোকই এসব ভাইরাল করছে।"
কটাক্ষের সুরে শ্রীরামপুরের বাম প্রার্থী আরও মন্তব্য করেন, "এমনিতে বিশেষ পাত্তা পাচ্ছে না তাই এসব করছে। ভয়েস টেস্ট হোক। এটা ওনার ভয়েস হলেও কিছু যায় আসে না। না হলেও যায় আসে না। উনি টাকা দিন, টাকা নিন, আমাদের যায় আসে না।"