নিউজ ডেস্ক: আজ ও গরম থেকে রেহাই মিলবে না বঙ্গবাসীর। সকাল থেকেই সূর্যের প্রখর তেজ অনুভব করতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষজন। পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার কারণে অস্বস্তি বাড়ছে। এই পরিস্থিতিতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া কি বলছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ আরো দু ডিগ্রী চড়তে পারে তাপমাত্রার পারদ। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭° ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮° ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকার কারণে গরম জনিত অস্বস্তি আরো বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উল্লেখ্য ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই ২৪ পরগনাতে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস।
শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকটি জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও গরমের প্রভাব থাকবে। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
রবিবার রাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বেশ কয়েকটি জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।