ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। সেখানে একটি প্রাইভেট কোচিং সেন্টারে ৫০ জনেরও বেশি পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করাতে হয়। বর্তমানে পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত খাবারে বিষক্রিয়া থেকেই অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা।
সূত্রের খবর , ওই কোচিং সেন্টারে মূলত JEE, NEET-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করানো হয়। ৫০০-রও বেশি পড়ুয়া ওই কোচিং সেন্টারে পড়ে। শুক্রবার রাতে কোচিং সেন্টারে খাবার খাওয়ার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ৫০ জন পড়ুয়া। তাদের পেট ব্যথা, বমি, ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা যায়। একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।
অবস্থার অবনতি দেখে তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে পড়ুয়াদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। খাবারের স্য়াম্পেল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।