চিনের সাথে সুসম্পর্কের গুরুত্ব আরও একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী



 নিউজ ডেস্ক - চিনের সঙ্গে সুসম্পর্ক জরুরি ,এ কথা আরও একবার জোর দিয়ে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)।  ভারত ও চিনের সুসম্পর্ক কেন দরকার, তাও মনে করিয়ে দিলেন তিনি। নিউজউইকের একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারত ও চিনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক শুধু দুই দেশের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্য জরুরি।” 

লোকসভা নির্বাচনের শুরু হওয়ার আগের এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী ভারত-চিনের মধ্যে সীমান্ত সমস্য়া নিয়েও কথা বলেন। তিনি বলেন, “ভারতের কাছে চিনের সঙ্গে সম্পর্ক গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। আমি বিশ্বাস করি যে সীমান্ত নিয়ে দীর্ঘকালীন সমস্যার দ্রুত সমাধান করা উচিত যাতে দ্বিপাক্ষিক সম্পর্কে অস্বাভাবিকতাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারি আমরা।”

তিনি আরও বলেন, “ভারত ও চিনের মধ্যে স্থিতিশীল ও শান্তিপূর্ণ সম্পর্ক শুধু দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ, তা নয়। বরং গোটা এলাকা (এশিয়া) ও বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, কূটনৈতিক ও  সামরিক স্তরে ইতিবাচক ও গঠনমূলক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমরা সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনতে পারব।”

প্রসঙ্গ অনুযায়ী , বিগত চার দশকেরও বেশি সময় ধরে ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে টানাপোড়েন জারি রয়েছে। ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় লাল ফৌজের সঙ্গে সংঘর্ষও হয় ভারতীয় সেনাবাহিনীর। এর পরে একাধিকবার সেনা ও কূটনৈতিক স্তরে আলোচনায় বসেছে ভারত ও চিন। প্যাংগং ও তার আশেপাশের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্য়াহার করা হলেও, সীমান্ত নিয়ে সমস্যা মেটেনি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন