আজ ভরদুপুরে ইডেনে কেকেআরের মুখোমুখি হতে চলেচ্ছে আরসিবি , নজর এখন দুই দলের একাদশের দিকে

নিউজ ডেস্ক -আজ ইডেন গার্ডেন্সে গ্রিন জার্সিতে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।পয়েন্ট টেবলে সকলের শেষে আরসিবি। সেইদিক থেকে তুলনামূলক ভাবে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্সের জয়ে কেকেআর দুই থেকে তিনে নামলেও এক ম্যাচ কম খেলেছে। এ মরসুমে মাত্র দুটি ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে কেকেআর।

টানা পাঁচ ম্যাচ হারা রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক কোনটা, বোঝা কঠিন। দু-দলের কাছেই একটা চ্যালেঞ্জ কলকাতার গরম এবং এর বাইরে বড় চ্যালেঞ্জ সুনীল নারিন। ইডেনে প্রথম দু-ম্যাচে তাঁর বোলিংয়ে কোনও বাউন্ডারি আসেনি। গত ম্যাচে সেই ধারাবাহিকতা ভাঙলেও দুর্দান্ত বোলিং করেছেন। শুধু তাই নয়, কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন সুনীল নারিন। ব্যাটার নারিনকে সামলানো বেশি কঠিন নাকি স্পিনার নারিন, এই প্রশ্নটা আরসিবি শিবিরেও।

আরসিবি ব্যাটিং আক্রমণে রয়েছেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং ফিনিশিংয়ে দীনেশ কার্তিক। বিরাট কোহলি এ বারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহক। কিন্তু স্পিনের বিরুদ্ধে তাঁর অস্বস্তি নতুন নয়। কেকেআর শিবিরে সুনীল নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তী, সূয়াশ শর্মারাও রয়েছেন। বিরাট কোহলি প্রসঙ্গই ধরা যাক। আরসিবি ব্যাটিংকে টেনে চলেছেন বিরাট। কিন্তু লাস্ট কয়েক বছর স্পিনের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স হতাশার। ২০২০ সাল থেকেই হিসেব ধরা যাক। পেসারদের বিরুদ্ধে বিরাটের স্ট্রাইকরেট ১৪৫-এর বেশি। সেখানে স্পিনের বিরুদ্ধে মাত্র ১১৩-র মতো!

কেকেআর শিবিরে দুশ্চিন্তা হল মিচেল স্টার্কের ফর্ম নিয়ে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। আত্মবিশ্বাসী দেখিয়েছিল তাঁকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই তিমিরেই। আরসিবির বিরুদ্ধে তাঁকে একাদশে রাখা হবে কিনা, সেটাও প্রশ্ন। তবে ধরে নেওয়া যায়, কেকেআর টিম নিয়ে এই ম্যাচে অন্তত কোনও কাঁটাছেড়া করবে না।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন