লোকসভা নির্বাচনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই স্মৃতিচারণা করলেন মোদী

নিউজ ডেস্ক - তামিলনাড়ুর সঙ্গে অনেক পুরনো সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অনেক বছর আগে এই রাজ্য থেকে শুরু হওয়া ‘একতা যাত্রা’য় অংশ নিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই স্মৃতিচারণা করলেন মোদী। সম্প্রতি তামিলনাড়ুর ‘থান্তি টিভি’-তে এক সাক্ষাৎকারে সে কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সেই যাত্রায় উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশীও।

একসময় এই তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে একতা যাত্রা শুরু হয়েছিল সেইসময় বিজেপির সভাপতি ছিলেন মুরলী মনোহর যোশী। আর আয়োজক ছিলেন নরেন্দ্র মোদী। তাঁদের দুজনের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী শহিদ ভগৎ সিং রাজগুরুর ভাই রাজেন্দ্র সিং ও দেবকীনন্দন।সেই যাত্রায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিও। সাথে পরমবীরচক্র প্রাপ্ত আব্দুল হামিদের ছেলে জুবেদ আহমেদ ও আলি হাসানও ছিলেন সেখানে।

উল্লেখ্যযোগ্য বিষয়, ১৯৯১ সালের ১৩ ডিসেম্বর এই যাত্রা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, ভারতের স্বাধীনতা সংগ্রামী পরিবারের প্রতিনিধিরা উপস্থিত হয়ে একটি জাতীয় পতাকা তুলে দিচ্ছেন, যা ১৯৯২ সালে ২৬ জানুয়ারি উত্তোলন করা হয়।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন