নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়াই করবে কে সেই নিয়ে ছিল নানান জল্পনা। মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি।
তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির হয়ে লড়াইয়ে নামছেন অভিজিৎ দাস ওরফে ববি। এই নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের ৪২ টি আসনে প্রার্থী প্রদান সম্পূর্ণ করল গেরুয়া শিবির।
প্রসঙ্গত রাজ্য রাজনীতিতে অভিজিৎ দাস ওরফে ববি খুব পরিচিত নাম না হলেও দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে বেশ পরিচিত মুখ ববি। একসময় দক্ষিণ 24 পরগনা জেলার বিজেপির জেলা সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এই ববি।
২০১৪ সালে অভিষেকের বিরুদ্ধে নির্বাচনে লড়েছিলেন ববি তবে সেখানে প্রায় তিন লক্ষের কাছাকাছি ভোটে অভিষেকের কাছে গোহারা হেরেছিলেন এই প্রার্থী।
২০১৯ এ তাকে টিকিট দেয়নি দল তার বদলে অভিষেকের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিজেপির নীলাঞ্জন রায়। ২০২৪ র নির্বাচনে ফের একবার ববির ওপরে ভরসা করল মোদী শাহরা।
উল্লেখ্য ডায়মন্ড হারবার কেন্দ্র অভিষেকের শক্ত ঘাঁটি । ২০২৪ এর লোকসভা নির্বাচনে ISF এর হয়ে অভিষেকের বিরুদ্ধে লড়াই করতে আগ্রহ প্রকাশ করেছিলেন ISF চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। শেষ পর্যন্ত তিনি লড়াই থেকে সরে দাঁড়ান। অন্যদিকে রাজ্যের অন্যান্য আসন আসনে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবারে কে প্রার্থী হবেন সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল বিজেপির অন্দরমহলে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে অভিজিৎ দাস কে প্রার্থী করে নির্বাচনে লড়াই করতে চলেছে গেরুয়া শিবির।