গত সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই প্যানেল বাতিলের নির্দেশ দেয়। দেখা যায়, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। এরপরই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিল এসএসসি। উল্লেখযোগ্য বিষয়, সুপ্রিম কোর্টের নির্দেশেই বিশেষ বেঞ্চে শুনানি চলছিল হাইকোর্টে।
অপরদিকে, এসএসসি-র দাবি, কতজনের চাকরি অবৈধভাবে হয়েছে, তার একটা হিসেব তারা দিয়েছিল হাইকোর্টে। তারপরও কেন পুরো প্যানেল বাতিল করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে যাচ্ছে কমিশন। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, ভোটের ফল প্রকাশের পর ১৫ দিনের মধ্যে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু কীভাবে হবে সেই নিয়োগ, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট বার্তা দিতে পারেনি এসএসসি। আপাতত রাজ্যের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করে কি না, সেটাই দেখার।