নিউজ ডেস্ক - বারুনির মেলা নিয়ে জোর আয়োজন চলচ্ছে আর তার মাঝেই বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর অভিযোগ যে ১৪৪ ধারা জারি করে এলাকায় মতুয়া মেলা বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্য়োপাধ্যায় । মঙ্গলবার উত্তর ২৪ পরগণার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলনে করেন শান্তনু ঠাকুর। সাংবাদিক সম্মেলনে করে তিনি দাবি করেন, “মতুয়া মেলায় ১৪৪ ধরা জারি করে মেলা বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার জন্য বিদ্যুতের পারমিশনও দেওয়া হচ্ছে না।”
একই সঙ্গে তিনি বলেন, “শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই সমাজ ছোট করবার জন্য মেলার অনুমতিতে বাধা দিচ্ছে এবং এই বাড়িতে গন্ডগোল করার চেষ্টা করছে । ভক্তরা এর জবাব দেবে।” শান্তনু সরাসরি হুঁশিয়ারি দেন, “অনুমতি দিলে ভাল কথা , না দিলে মতুয়ারা মেলা করবে।”
আর এই প্রসঙ্গে শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেছেন, ” মেলার জন্য ১৪৪ ধারা নয়, নির্দিষ্ট কয়েকজনের জন্য ১৪৪ জারি করেছি আমি, মমতা বন্দ্যোপাধ্যায় করেননি । কারণ সুষ্ঠুভাবে যাতে মেলা পরিচালনা করতে পারি আমরা।” তিনি পাল্টা বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁ বক্তব্য, “মেলার লাইসেন্স আমরা পেয়েছি তবুও মেলা থেকে টাকা তুলছে শান্তনু ঠাকুর। মন্ত্রী হওয়ার পর থেকে শান্তনু ঠাকুর এটা করে আসছে । মঞ্জুল কৃষ্ণ ঠাকুর কিছু বললে আমি কিছু বলতে পারি। কিন্তু শান্তনু ঠাকুরের কোনও কথার উত্তর আমি দেবো না । কারণ এখনও মঞ্জিল কৃষ্ণ ঠাকুর বেঁচে রয়েছেন, সুব্রত ঠাকুর রয়েছেন, শান্তনু ঠাকুর তৃতীয় নম্বর।”
মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়ির জন্য যে উন্নয়ন করেছেন, সেই ইতিহাস শান্তনু ঠাকুর আগে জেনে নিন।” প্রসঙ্গ অনুযায়ী, চলতি মাসের ৬ তারিখ থেকে শুরু হচ্ছে ঠাকুরনগরের বারুনি মেলা। ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠেই এই মেলা হয়। ১৯৫৩ সাল থেকে শুরু হয়েছিল এই মেলা। ধীরে ধীরে ঠাকুরবাড়িতে হয় রাজনীতির বিভাজন। আর সেখানকার বাসিন্দারাই বলছেন, গত কয়েক বছর ধরে এই মেলায় তার প্রভাবও পড়ছে বিস্তর।