নিউজ ডেস্ক: নির্মাণ কাজ চলাকালীন পাঁচিল ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের। আহত হয়েছেন দুজন। ঘটনাটি ঘটেছে হুগলির নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবচক্র এলাকায়।
স্থানীয় সূত্রে খবর ওই অঞ্চলে একটি পুরনো বাড়ি ভেঙে আবাসন তৈরির কাজ চলছিল সেই সময়েই একটি পাঁচিল ভেঙে পড়ে। এবং মৃত্যু হয় এক শ্রমিকের। পুলিশ সূত্রে খবর মৃত শ্রমিকের নাম শ্যামল দাস। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তির জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত এক শ্রমিককে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
ঘটনায় ক্ষোভ প্রকাশ প্রকাশ এলাকাবাসীর। অভিযোগ কোনোরকম নিরাপত্তা ছাড়াই রাস্তার পাশে পুরোনো পাঁচিল না গার্ড করেই চলছিল কাজ। ঘটনার তদন্ত শুরু করেছে কানাইপুর থানার পুলিশ।
নির্বাচনের আগে এমন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলগুলির অভিযোগ, নিয়ম না মেনেই চলছিল অবৈধ নির্মাণ। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি,“আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়ে। একটা মিটার ঘর ছিল পাঁচিলে সেটি ভেঙে পড়ে।”
Tags:
হুগলি