নিউজ ডেস্ক - ২০২৪ সালের বাড়ি থেকে ভোটদান শুরু হয়ে গেল। নির্বাচন কমিশনের নির্দেশে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে থাকা ৮৫ বছরের উর্ধ্বে বয়স্ক মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ শুরু করা হল সোমবার থেকে। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাড়াবাড়ি আদর্শপল্লি গ্রামে নির্বাচন কমিশনের ASD প্রতিনিধিরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভোট গ্রহণ করতে আসে ASD-এর কর্মীরা। প্রথমেই চৈতি বর্মন নামে ৯৬ বছর বয়সী এক মহিলার ভোট গ্রহণ করা হয়। সঙ্গে এলাকার আরও বেশ কিছু বয়স্ক মহিলা ও পুরুষের বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হয়।
ভোট কর্মী সুধা বর্মন রায় জানালেন যে, যে সকল বয়স্ক মানুষ ৮৫ বছরের ঊর্ধ্বে রয়েছে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। কারণ বয়স্ক হওয়ার কারণে লাইনে গিয়ে ভোট দিতে অসুবিধা হতে পারে, তাঁদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে।
এক ভোট কর্মী বলেন, “বাড়িতে বসে বয়স্করা ভোট দিচ্ছেন। অফিস থেকে একটা উদ্যোগ করা হয়েছে। বয়স্কদের ভোটটা নেওয়া হচ্ছে এখন। কারণ অনেকেই তো বুথ পর্যন্ত পৌঁছাতে পারেন না।”
Tags
politics