নিউজ ডেস্ক - লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের জন্য রেলের তরফ থেকে সুখবর দেওয়া হল। জুন মাস থেকেই সহজ হচ্ছে যাতায়াত। বাড়তে চলেছে লোকাল ট্রেনের কামরা। আগামী জুন মাস থেকেই শিয়ালদহ শাখার সমস্ত লোকাল ট্রেন ১২ বগি হয়ে যাওয়ার সম্ভাবনা।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,শিয়ালদহ মেইন শাখায় প্ল্যাটফর্ম সম্প্রসারণের যে কাজ শুরু হয়েছিল, তা প্রায় শেষের পথে। আগামী জুন মাসের মধ্যে শিয়ালদহ মেইন শাখার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শেষ হয়ে যাবে। আর প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শেষ হলেই লোকাল ট্রেনে বড় বদল আনা হবে।
আর সেই বদল নিয়ে রেলের তরফ থেকে জানানো হয়েছে, লোকাল ট্রেনের বগি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল ট্রেনগুলিকে ১২ কামরার করে দেওয়া হবে। শিয়ালদহে প্ল্যাটফর্ম ছোট হওয়ার কারণে অনেক ট্রেনই ৯ কামরার দিতে হয়। এতে ট্রেনে ভিড় বাড়ে। নিত্যযাত্রীদের নানা সমস্যার মুখে পড়তে হয়। যাত্রীদের এই সমস্যার সমাধান করতেই এবার লোকাল ট্রেনের কামরা বাড়ানো হবে।
Tags
WEST BENGAL