নিউজ ডেস্ক :
উচ্চস্বরে মাইক একই সাথে আবার বক্স বাজানোর প্রতিবাদে এক যুবককে মারধরের অভিযোগ উঠল একটি পুজো কমিটির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় সিঙ্গুরের বড়া কমলাপুরে। ঘটনাচক্রে সুশোভন দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশের দাবি তারা অভিযোগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। একই সাথে আবার মারধরের অভিযোগ মানেননি ওই কমিটি। সুশোভন তার বয়স্ক বাবাকে নিয়ে থাকেন।আর তার পাশেই একটি মন্দির আছে। শনিবার সেখানে প্রচন্ড জোরে বক্স এবং মাইক বাজানো হচ্ছিল। তারা বিষয়টি নিয়ে পুলিশকে জানালে পুলিশ আসায় তারা মাইকের সাউন্ড আস্তে করে দেয়। কিন্তু চলে যাওয়ার সাথে সাথেই আবার বাড়িয়ে দেয়। পাশাপাশি তার অভিযোগ পুলিশ চলে যাওয়ার পর তাকে এসে বাড়িতে বেধড়ক মারধর করে। যুবকের দাবি ওই পুজো কমিটিরই একজন সদস্য তার বাড়ি কিনতে চান , সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপরে ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবছরই পুজোর সময় উচ্চস্বরে মাইক বক্স বাজানো হয়। বিভিন্ন সময় পুলিশকে জানানো হলেও সমস্যার কোন সমাধান মেলেনি বিষয়টি নিয়ে। তিনি নবান্ন এবং রাজ্যপালের কাছেও লিখিত অভিযোগ জানান। সুশোভনের দাবি , "আমি তো পূজার বিরুদ্ধে নয়। বক্স ও মাইক নিয়ম মেনে যাতে বাঁচানো হয়, সেই আবেদন করেছি। এটা আমার দোষ? " পাশাপাশি এই যুবকের অভিযোগ প্রসঙ্গ টেনে হারাধন দাস নামে ওই পুজো কমিটির এক সদস্য বলেন," মারধরের কোন ঘটনাই ঘটে নি। মিথ্যে অভিযোগ তিনি কেন বারবার এমন করছেন। আমাদের জানা নেই। শনিবার পুলিশ এসে বক্স বন্ধ করতে বলায় আমরা বক্স বন্ধ করে দিই।"