এরপর শোরগোল পড়তেই পুলিশ আসে। সূত্রের খবর, এক ট্যাক্সি চালক এসে জিজ্ঞাসা করেছেন, লরেন্স বিষ্ণোই নামে একজন এই ঠিকানা থেকেই ক্যাব বুক করেছেন। শুনে অবাক হয়ে যান পুলিশেরও। পরে তদন্ত করে জানা যায়, আসল লরেন্স বিষ্ণোই নয়, বছর কুড়ির এর যুবক এই কাণ্ড ঘটিয়েছেন। শুক্রবারই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম রোহিত ত্যাগী। উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা সে। ওই যুবক ইচ্ছাকৃতভাবেই ফোন থেকে একটি ক্য়াব বুক করে লরেন্স বিষ্ণোইয়ের নামে। পিক আপ লোকেশন দেয় বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, যা সলমনের ঠিকানা। সেখান থেকে বান্দ্রা পুলিশ স্টেশন অবধি ক্যাবটি বুক করে।
ক্যাব চালক নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে সলমনের বাড়ির নিরাপক্ষারক্ষীকে জিজ্ঞাসা করেন লরেন্স বিষ্ণোই নামে এখানে কেউ থাকেন কি না, তিনি ক্য়াব বুক করেছেন। শুনেই আঁতকে ওঠেন নিরাপত্তারক্ষী। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। পুলিশও খবর পেয়ে ছুটে আসে। জিজ্ঞাসাবাদ করা হয় ক্যাব চালককে। এরপর অনলাইন লোকেশন ট্রাক করে অভিযুক্ত যুবকের খোঁজ পায়।
অবশেষে বিকেলেই গাজিয়াবাদ থেকে পুলিশ তাঁকে গ্রেফতাপ করে। মুম্বই আদালতে পেশ করা হলে, তাঁকে দুইদিনের জন্য বান্দ্রা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। ধৃত যুবক জানিয়েছে, প্র্যাঙ্ক করতেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে ক্যাব বুক করেছিল সে।