সালমনের বাড়ির সামনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে ক্যাব বুক করা , অবাক হয়ে যান পুলিশরা

নিউজ ডেস্ক - বলিউডের সুপারস্টার সলমন খানকে প্রাণে মারতে যেন উঠে পড়ে লেগেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। গত বছর থেকেই বারে বারে সলমনকে হত্যার হুমকি দিচ্ছে জেলবন্দি গ্যাংস্টার। সম্প্রতিই সলমনের বাড়ির বাইরে গুলিও চলে। সেই হামলার পিছনেও হাত ছিল লরেন্সের গ্যাংয়েরই। এবার সলমনের বাড়ির নীচেও পৌছে গেল ‘লরেন্স’। তার নাম শুনেই আতঙ্কিত হয়ে পড়েন সলমনের নিরাপত্তারক্ষীরাও।

এরপর শোরগোল পড়তেই পুলিশ আসে। সূত্রের খবর, এক ট্যাক্সি চালক এসে জিজ্ঞাসা করেছেন, লরেন্স বিষ্ণোই নামে একজন এই ঠিকানা থেকেই ক্যাব বুক করেছেন। শুনে অবাক হয়ে যান পুলিশেরও। পরে তদন্ত করে জানা যায়, আসল লরেন্স বিষ্ণোই নয়, বছর কুড়ির এর যুবক এই কাণ্ড ঘটিয়েছেন। শুক্রবারই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম রোহিত ত্যাগী। উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা সে। ওই যুবক ইচ্ছাকৃতভাবেই ফোন থেকে একটি ক্য়াব বুক করে লরেন্স বিষ্ণোইয়ের নামে। পিক আপ লোকেশন দেয় বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, যা সলমনের ঠিকানা। সেখান থেকে বান্দ্রা পুলিশ স্টেশন অবধি ক্যাবটি বুক করে।

ক্যাব চালক নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে সলমনের বাড়ির নিরাপক্ষারক্ষীকে জিজ্ঞাসা করেন লরেন্স বিষ্ণোই নামে এখানে কেউ থাকেন কি না, তিনি ক্য়াব বুক করেছেন। শুনেই আঁতকে ওঠেন নিরাপত্তারক্ষী। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। পুলিশও খবর পেয়ে ছুটে আসে। জিজ্ঞাসাবাদ করা হয় ক্যাব চালককে। এরপর অনলাইন লোকেশন ট্রাক করে অভিযুক্ত যুবকের খোঁজ পায়।

অবশেষে বিকেলেই গাজিয়াবাদ থেকে পুলিশ তাঁকে গ্রেফতাপ করে। মুম্বই আদালতে পেশ করা হলে, তাঁকে দুইদিনের জন্য বান্দ্রা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।  ধৃত যুবক জানিয়েছে, প্র্যাঙ্ক করতেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে ক্যাব বুক করেছিল সে। 

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন