প্রচার ছেড়ে হাসপাতালে ছুটলেন , জন্মগ্রহণ করালেন এক সদ্যোজাতর

নিউজ ডেস্ক - রাজনীতি নয়, মানবতার কর্তব্যই আগে , বিশয়তি প্রমাণ করে দিলেন লোকসভা নির্বাচনের এক প্রার্থী। নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য় বাইরে দাড়িয়ে কর্মী-সমর্থকরা, প্রার্থী ছুটলেন হাসপাতালে। জরুরি অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন এক প্রসূতির, তার হাতেই জন্ম নিল শিশু।

 অন্ধ্র প্রদেশের দারসি আসন থেকে টিডিপি প্রার্থী করেছে গোট্টিপতি লক্ষ্মীকে। রাজনীতির পরিচয়ের সাথে সাথে তিনি একজন চিকিৎসকও। যখন সবাই প্রচারে ব্যস্ত, তখনও নিজেদের পেশাদারি কর্তব্যকেই প্রাধান্য দিলেন লক্ষ্মী। প্রচার ছেড়ে ছুটলেন হাসপাতালে। সি সেকশন করে এক শিশুকে পৃথিবীতে আগমন করালেন ।

 বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বের হচ্ছিলেন লক্ষ্মী, এমন সময়ই হাসপাতাল থেকে খবর আসে যে এক প্রসূতির অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, অবিলম্বে অস্ত্রোপচার করে শিশুটিকে বের না করলে, তাঁর মৃত্য়ু হবে। মায়েরও প্রাণহানির আশঙ্কা তৈরি হবে। হাসপাতালে সেই সময়ে কোনও গাইনোকলজিস্ট না থাকায় গুন্টুরের একটি হাসপাতালে রেফার করা হয় ওই প্রসূতিকে।

সবাই যখন তাঁর কাজের প্রশংসা করচ্ছেন , তখন টিডিপি প্রার্থী বলেন, “চিকিৎসা আমার পেশা। প্রচারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করা।টিডিপি জিতলে আমি এখানে হাসপাতাল তৈরি করে দেব।”


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন