অন্ধ্র প্রদেশের দারসি আসন থেকে টিডিপি প্রার্থী করেছে গোট্টিপতি লক্ষ্মীকে। রাজনীতির পরিচয়ের সাথে সাথে তিনি একজন চিকিৎসকও। যখন সবাই প্রচারে ব্যস্ত, তখনও নিজেদের পেশাদারি কর্তব্যকেই প্রাধান্য দিলেন লক্ষ্মী। প্রচার ছেড়ে ছুটলেন হাসপাতালে। সি সেকশন করে এক শিশুকে পৃথিবীতে আগমন করালেন ।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বের হচ্ছিলেন লক্ষ্মী, এমন সময়ই হাসপাতাল থেকে খবর আসে যে এক প্রসূতির অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, অবিলম্বে অস্ত্রোপচার করে শিশুটিকে বের না করলে, তাঁর মৃত্য়ু হবে। মায়েরও প্রাণহানির আশঙ্কা তৈরি হবে। হাসপাতালে সেই সময়ে কোনও গাইনোকলজিস্ট না থাকায় গুন্টুরের একটি হাসপাতালে রেফার করা হয় ওই প্রসূতিকে।
সবাই যখন তাঁর কাজের প্রশংসা করচ্ছেন , তখন টিডিপি প্রার্থী বলেন, “চিকিৎসা আমার পেশা। প্রচারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করা।টিডিপি জিতলে আমি এখানে হাসপাতাল তৈরি করে দেব।”