রাজস্থানের বানসারায় প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিউজ ডেস্ক - লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে এবং এক দফার ভোট গ্রহণও হয়ে গিয়েছে। এদিকে যত পরবর্তী দফাগুলি এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারের উত্তাপ ও উত্তেজনা। এবার কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রবিবার রাজস্থানের বানসারায় প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই বিরোধী দলকে আক্রমণ করে বলেন যে লকশাল ও বামপন্থাদের থেকে প্রভাবিত কংগ্রেস। তারা সাধারণ মানুষের সোনাদানা ও সম্পত্তি লুঠ করে আবার বিলিয়ে দেবে।

প্রধানমন্ত্রী বলেন, “এই লুঠ করা সম্পত্তি কাদের দেবে ওরা (কংগ্রেস)? যাদের বেশি সন্তান রয়েছে…যারা অনুপ্রবেশ করেছে….আপনাদের কষ্টোর্জিত সম্পত্তি অনুপ্রবেশকারীদের দিয়ে দেবেন? কংগ্রেসের এই ম্যানিফেস্টোর সঙ্গে কি আপনারা সহমত? ”

বিজেপি প্রার্থীর সমর্থনে তিনি আরও বলেন, “যারা কংগ্রেস ছেড়ে গিয়েছে, তারা বলেন যে নকশাল ও বামপন্থীরা দলের ক্ষমতা নিজেদের হাতে করে নিয়েছে। আমি এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন এমন বলছো?কংগ্রেসের ম্যানিফেস্টো দেখ, বুঝতে পারবে….ওরা মাওবাদীদের চিন্তাধারার প্রচার করছে।”


এদিকে, চুপ করে থাকেনি কংগ্রেসও। বিকেলেই রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “প্রথম দফার ভোটের পর আশাহত হয়ে নরেন্দ্র মোদীর মিথ্যার লেভেল এতটাই নীচে পৌঁছেছে যে এবার জনগণের নজর ঘোরানোর চেষ্টা চলছে।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন