নিউজ ডেস্ক - পয়লা বৈশাখের দিনও অপরিবর্তিত ছিল সোনার দাম। আজ, বৈশাখ মাসের দ্বিতীয় দিন ফের কমল সোনার দাম। আর শুধু সোনারই নয়, দাম কমেছে রুপোরও। কিন্তু যেকোনো সময়ে পরিবর্তিত হতে পারে । তাই সোনা বা রুপো ক্রয়ের জন্য আজকের দিনটি শ্রেয়।
আজ, ১৫ এপ্রিল ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৬৬৪৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৬ হাজার ৪৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা কমেছে সোনার দাম।
২৪ ক্যারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। ১ গ্রাম সোনার দাম ৭২৫৪ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৫৪০ টাকা।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৪০০ টাকা।
সোনার মতোই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৫৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৮৫ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে রুপোর।
Tags
India