পর্যটন নির্ভর অর্থনীতি মলদ্বীপের। প্রতি বছর মলদ্বীপে যত সংখ্যক পর্যটক যায়, তার মধ্যে একটা বড় অংশই ভারতীয়। ২০২২ সালেও ভারত থেকেই সবথেকে বেশি সংখ্যক পর্যটক মলদ্বীপে গিয়েছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকে ভারতের সঙ্গে বিরোধ শুরু করার পরই ভারতীয় পর্যটকরা মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুরু হয় ‘বয়কট মলদ্বীপ’ ট্রেন্ড। হাজারো চেষ্টার পরও কোনও লাভ হয়নি। মলদ্বীপে পর্যটকদের তালিকায় এক নম্বরে থাকা ভারতই বর্তমানে ছয় নম্বরে নেমে এসেছে সংখ্য়ার বিচারে।
এবার ভারতীয় পর্যটকদের ফের একবার মন জিততে ভারতেরই বিভিন্ন শহরে রোড শো করার ঘোষণা করল মালে ট্যুরিজম। মলদ্বীপের ট্রাভেল এজেন্ট অ্যান্ড ট্যুর অপারেটরস ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করে। দুই দেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে যাতে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক তৈরি হয়, তা নিয়েই অনুরোধ জানিয়েছে মলদ্বীপের পর্যটন সংস্থাগুলি।
মামাটো (মলদ্বীপের পর্যটন অ্যাসোসিয়েশন)-র তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, মলদ্বীপে পর্যটন বাড়াতে ভারতের বিভিন্ন শহরে রোড শো করা হবে। সোশ্যাল মিডিয়া ও ইনফ্লুয়েন্সারদের মাধ্যমেও মলদ্বীপের পর্যটন নিয়ে প্রচার করা হবে।