ফের ধর্ষণ; মূক ও বধির মেয়েকে ধর্ষণের অভিযোগ হুগলিতে, অভিযুক্ত তৃণমূলের সক্রিয় কর্মী

 নিউজ ডেস্ক:  ফের ধর্ষণের অভিযোগ হুগলিতে। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে মূক ও বধির মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। 


ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড় থানা এলাকায়। পরিবারের সদস্যদের অভিযোগ বাড়ির পাশের বাঁশ বাগানে নিয়ে গিয়ে বছর ২৫ এর মূক ও বধির ওই যুবতীকে ধর্ষণ করা হয়।

ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে যুবতীর পরিবার। তদন্ত শুরু করে যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে বলাগড় থানার পুলিশ।

ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভোটের মুখে এই ঘটনায় সুর চড়িয়েছে রাজনৈতিক দলগুলি। বিজেপির অভিযোগ," অভিযুক্ত তৃণমূলের সক্রিয় কর্মী।  আমরা চাই নির্যাতিতা সুবিচার পাক। শাসকদলে থাকায় অপরাধ করে যেন ছাড় না পায়।"

পাল্টা সুর চড়িয়েছে শাসকদলও। তাদের বক্তব্য,"ধর্ষণের ঘটনা কখনওই মেনে নেওয়া যায় না। আইনের কাজ আইন মেনেই হবে। সব ব্যাপারে তৃণমূলকে জড়িয়ে দেওয়া বিজেপির কাজ।"

অন্যদিকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার মা। তিনি বলেন,"ছেলেটা দীর্ঘদিন থেকেই আমার মেয়ের সঙ্গে দুর্বব্যহার করে। মঙ্গলবার বেলা সাড়ে ৯টা নাগাদ এটা করেছে। মেয়েটাই এসে আমাকে পুরো ঘটনা জানায়। সব কথা গ্রামের লোককে জানানো হলে কেউ কিছু বলেনি। তারপরই আমরা থানায় গিয়ে কেস করি। যে ছেলেটা এই কাজ করেছে ও তৃণমূল করে। আজ তো গোপন জবানবন্দি নেওয়ার কথা ছিল। কিন্তু, পুলিশ বলছে আজ হবে না। আমরা বুঝতে পারছি না কী হচ্ছে। পুলিশ কী তাহলে কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে?”

নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান অভিযুক্ত শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় মামলা তুলে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে তাই কোর্ট মনিটরিংয়ের আবেদন জানিয়েছেন নির্যাতিতার পরিবার।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন