নিউজ ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন। উত্তপ্ত রাজনৈতিক মহল। ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার আগে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার বিধি নিষেধ চেক করার পদ্ধতি এখন হাতের মুঠোয়। ভোটের তালিকায় আপনার নাম আছে কিনা তা নিমেষের মধ্যে চেক করা সম্ভব। আগামী ১৯ এপ্রিল থেকে ৭ দফায় ভোট চলবে অর্থাৎ আগামী শুক্রবার থেকে শুরু হয়ে যাবে লোকসভা ভোট। আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন অর্থাৎ ভোটার কার্ডের আবেদন করেছেন অথচ আপনি পাননি তার আপডেট পেয়ে যাবেন কয়েক মিনিটের মধ্যে। এবং আপনি ভোট দিতে পারবেন কিনা অর্থাৎ ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা জেনে যাবেন নিমেষের মধ্যে। ভোটার লিস্টে আপনার নাম চেক করার জন্য ভোটার কার্ড বা ভোটার কার্ডের নম্বর থাকা বাধ্যতামূলক নয়। অভিভাবক এবং নিজের নাম দিয়ে সার্চ করলেই আপনার ভোটার কার্ডটি লিস্টের অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা দেখতে পাবেন।
জেনে নিন সেই সহজ উপায় :
প্রথমে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://ceowestbengal.nic.in/ যেতে হবে।
কিছুটা নিচে নামলে দুটো অপশন পেয়ে যাবেন।
ক> Search your name in your voter list
খ> Electoral Roll (Voter list)
যদি আপনি আপনার নাম চেক করতে চান তাহলে Search Your name in your voter list অপশনে ক্লিক করবেন এবং এলাকার ভোটার লিস্ট যদি ডাউনলোড করতে চান Electoral Roll অপশনে ক্লিক করবেন।
এক্ষেত্রে নতুন ভোটার লিস্টে নিজের নাম রয়েছে কিনা চেক করার জন্য প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে কিছু তথ্য পূরণ করার অপশন আসবে। সবার প্রথমে আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। একই সাথে আপনার নাম, অভিভাবকের নাম সঠিক স্থানে লিখতে হবে। এরপর আপনার জন্ম তারিখ অথবা আপনার বয়স বসাবেন এবং আপনার জেন্ডার বসাবেন তারপর আপনার জেলার নাম এবং বিধানসভার নাম সিলেক্ট করতে হবে।
একদম শেষে ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার তথ্য চলে আসবে এবং যাচাই করে নিতে পারবেন আপনার নাম লিস্টের অন্তর্ভুক্ত কিনা।