'উড়িয়ে দেওয়া হবে রাজভবন ' পরপর দুটি হুমকি মেল এসে পৌঁছলো রাজভবনে

 নিউজ ডেস্ক: উড়িয়ে দেওয়া হবে রাজভবন এমনই লেখা  দুটি হুমকি মেল এসে পৌঁছেছে রাজভবনে তবে শুধুমাত্র রাজভবনই নয় রাজ্য তথা কলকাতার একাধিক সরকারি দপ্তর উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে ওই মেলে। মেল আসার পরই শুরু হয়েছে পুলিশি তৎপরতা।


পুলিশ সূত্রে খবর শুধুমাত্র কলকাতা নয়, দিল্লি বিহারের মতো একাধিক রাজ্যে ও একই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছে ।

রাজভবন সূত্রে খবর মঙ্গলবার সকাল সাড়ে নটা দশটা নাগাদ এই দুটি হুমকি মেইল এসে পৌঁছয় রাজভবনে। সেখানে লেখা ছিল রাজভবন উড়িয়ে দেওয়ার কথা এবং পাশাপাশি কলকাতার একাধিক সরকারি দফতর উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ রয়েছে ওই দুটি মেলে।

উল্লেখ্য রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন। রাজভবনের তরফ থেকে এ ব্যাপারে  এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। জানা গিয়েছে, যাদুঘর উড়িয়ে দেওয়ার জন্যও এমন একটি মেইল এসেছে এদিনই।

প্রসঙ্গত গতকালই কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার কথা বলে একটি মেইল এসেছিল। গত 26 শে মে ওএকই ধরনের একটি মেইল এসেছিল বিমানবন্দরে। যার পরে গোটা বিমানবন্দর জুড়ে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তবে একই মাসের মধ্যে এতগুলো হুমকি মেইল আশার ঘটনাকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে পুলিশ প্রশাসন।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন