নিউজ ডেস্ক: গরমের দাপট থেকে এখনি রেহাই নেই সাধারণ মানুষের। আগামী কয়েক দিন গরমের দাপট আরো বাড়তে চলেছে বলেই আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গেলেও দক্ষিণবঙ্গ একেবারেই শুকনো আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং গরম আরো কিছুটা বাড়বে বলেই খবর হাওয়া অফিস সূত্রে।
অস্বস্তিকর গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চলবে তাপপ্রবাহ। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
কলকাতার তাপমাত্রা প্রায় 40 এর কাছাকাছি বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.৫° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী বেশি অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ এর ঘরে।
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪° বেশি।
তাপমাত্রার পারদের পাশাপাশি বাতাসের আপেক্ষিক আদ্রতা থাকবে সর্বোচ্চ ৮৯% ফলে একটা অস্বস্তিকর গরমের মুখোমুখি হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
হাওয়া অফিস সূত্রে খবর আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তবে এই সময় স্বস্তি পেতে পারেন উত্তরবঙ্গের মানুষ। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর ছাড়া উত্তরবঙ্গের বাঁকি জেলাগুলিতে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর