চৈত্রের শেষ দিনের মতো পয়লা বৈশাখের দিন সোনা রুপোর দাম অপরিবর্তিত রইল

নিউজ ডেস্ক - বাঙালির নববর্ষের প্রথম দিন। বহু বাড়ি, দোকানেই লক্ষ্মী-গণেশের পুজো হয়। হাল-খাতা সারেন সবাই। বছরের প্রথমদিনে ঘরে লক্ষ্মী আনতে অনেকেই আবার সোনার গহনা কেনাকাটা করেন। গোটা চৈত্র মাস ধরেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। কিন্তু চৈত্রের শেষদিনেই একধাক্কায় অনেকটা কমেছিল সোনার দাম। আর আজ পয়লা বৈশাখেও সুখবর। বাড়ল না সোনার দাম। রুপোর দামও অপরিবর্তিত রয়েছে। ফলে আজও সস্তায় কিনতে পারবেন সোনা।

আজ, ১৪ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৫০০ টাকা।

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ অপরিবর্তিত রয়েছে। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭২৫৫ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭২ হাজার ৫৫০ টাকা।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৪১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৪১০ টাকা ।

সোনার মতোই রুপোর দামও অপরিবর্তিত রয়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৫৫০ টাকা। ১ কেজি রুপোর দর ৮৫ হাজার ৫০০ টাকা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন