এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো অযোধ্যার রামলালার ভক্তরা সূর্যের আলো ছুঁয়ে ফেলল রামলালার কপাল

নিউজ ডেস্ক : আজ রামনবমী গোটা দেশ রামনবমীর সাজো সাজো রবে মত্ত। এরই মধ্যে অযোধ্যার রাম মন্দিরে ভগবান শ্রী রামের সূর্য তিলকের পবিত্র মুহূর্তের সাক্ষী থাকলো হাজার হাজার ভক্ত। যখন ঘটনাটি ঘটে সে দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায় রাম ভক্তরা।এই অতিপ্রাকৃত দৃশ্য অর্থাৎ রামলালার জন্মদিনে ভগবান শ্রী রামের সূর্য তিলক করা হলো। শ্রী রামের জয়ধ্বনিতে মুখরিত হল গোটা মন্দির চত্বর। ঠিক দুপুর ১২ টার সময় সূর্য তিলক হয়। তারপর একে একে ভগবান  শ্রী রামের পূজা এবং আরতি শুরু হয়।  

মন্দির ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি শীর্ষস্থানীয় সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা আয়না এবং লেন্স দ্বারা সমন্বিত একটি অত্যাধুনিক যন্ত্রপাতি তৈরি করে আনুষ্ঠানিকভাবে সূর্য তিলক মেকানিজম নামে এই প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করা হয়েছে। ডক্টর প্রদীপ কুমার রামচারালা বিজ্ঞান এবং সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রুরকির পরিচালক এটি ব্যাখ্যা দিয়েছেন। ডক্টর রামচরালা বলেন ," অপটো মেকানিক্যাল সিস্টেমে চারটি আয়না এবং চারটি লেন্স থাকে যা টিল্ট মেকানিজম এবং পাইপিং সিস্টেমের ভিতরে লাগানো হয় টিল্ড মেকানিজম এর জন্য একটি আপাচার সহ সম্পূর্ণ কভারটি উপরের তলায় স্থাপন করা হয় যাতে আয়না এবং লেন্সের মাধ্যমে সূর্যের রশ্মি গুলিকে গর্ভে সরিয়ে দেওয়া হয়"। ইতিহাসকে সাক্ষী রেখে এক অপূর্ব মুহূর্ত তৈরি করলেন এই বিজ্ঞানীরা।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন