টানা ছয় ম্যাচে হার আরসিবির। এখান থেকে প্লে-অফের দৌড় কার্যত শেষ বিরাট কোহলিদের। ইডেন গার্ডেন্সের ক্রিকেট প্রেমীরা রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখার সুযোগ পেলেন। যদিও বিরাটের ব্য়াটে বড় ইনিংস দেখা হল না। অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাফসেঞ্চুরি, ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিং। রিঙ্কু, রাসেল, রমনদীপদের ক্যামিওতে বোর্ডে ২২২ রান তোলে কেকেআর।
শুরুতে বিরাট কোহলির উইকেট হারায় আরসিবি। তাঁর পিছু নেন ফাফ ডুপ্লেসিও। উইল জ্যাকস এবং রজত পাতিদারের হাফসেঞ্চুরি আরসিবিকে ম্যাচে রাখে। শেষ চার ওভারে মাত্র ৪২ রানের টার্গেট দাঁড়ায়। দীনেশ কার্তিকের মতো ফিনিশার থাকায় ম্যাচ তখনও আরসিবির নিয়ন্ত্রণেই। ১৯ তম ওভারের শেষ বলে ফেরেন কার্তিক। স্বস্তি ফেরে কেকেআর শিবিরে। তবে শেষ ওভারে কেকেআরের আতঙ্ক বাড়ায় করণ শর্মা।
শেষ ওভারে ২১ রানের টার্গেট দাঁড়ায় আরসিবির। প্রথম চার বলের মধ্যে তিনটি ছক্কা মারেন করণ। ২ বলে ৩ রান পরিস্থিতি কঠিন ছিল না। পঞ্চম বলে নিজের বোলিংয়ে নিজেই ক্যাচে ফেরান করণকে। ক্রিজে আসেন লকি ফার্গুসন। ২ রান নিলেই সুপার ওভার। গ্যাপে খেলে ২ রান নিতে গিয়েছিলেন। রমনদীপের অনবদ্য থ্রোয়ে ফিল সল্টের অবিশ্বাস্য রান আউট। মাত্র ১ রানের জয়ে বিশাল স্বস্তি কেকেআর শিবিরে।