করোনা টীকা কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে; আদালতের সামনে স্বীকার করে নিল প্রস্তুতকারক সংস্থা, বিপুল অঙ্কের জরিমানার সম্ভাবনা

নিউজ ডেস্ক:  কোভিড ১৯-এর টিকা কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে স্বীকার করে নিল ওই টিকা প্রস্তুতকারক সংস্থা 'অ্যাস্ট্রোজেনেকা'। ফেব্রুয়ারি মাসে আদালতকে জমা দেওয়া একটি নথিতে ওই সংস্থা জানায় তাদের তৈরি করা কোভিডের প্রতিষেধকের কারণে ‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’ (টিটিএস) -এর মতো বিরল রোগে  আক্রান্ত হওয়ার  সম্ভাবনা রয়েছে। 


‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’ (টিটিএস) এ সাধারণ ভাবে রক্তের অনুচক্রিকা কমে যায় যার জেরে রক্ত জমাট বাঁধতে শুরু করে।সূত্রের খবর এর ফলে এই মুহূর্তে কোভিশিল্ড প্রস্তুতকারক  সংস্থাকে গুনতে হতে পারে বড় অঙ্কের জরিমানা।

কোভিশিল্ড ছাড়াও সে সময় 'ভ্যাক্সেজেরিয়া' নামেও একটি প্রতিষেধক বাজারে এনেছিল ওই সংস্থা। তবে এ দেশে কোভিশিল্ড সর্বাধিক পরিচিত। অনেকেই এই টিকা নিয়েছেন। জানা যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাহায্যে এই টীকা তৈরি করেছিল সংস্থাটি। 

২০২১ সালে জেমি স্কট নামে এক ব্যক্তি এই সংস্থার তৈরি ভ্যাকসিন নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় তাঁর। এর পরে  আরও অনেকেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের পরিবারের তরফে ‘অ্যাস্ট্রোজ়েনেকা’র বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় । তখন থেকেই মামলা চলছে। 

যদিও  মামলা চলাকালীন বিচারপতির কাছে বিভিন্ন কাগজপত্র, প্রমাণ দেখিয়ে নিজেদের নির্দোষের প্রমাণ করার চেষ্টা করে সংস্থা। তবে আদালত জানিয়ে দেয়, সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি হয় তা হলে জরিমানা দিতে হবে। শেষপর্যন্ত সেটাই সত্যি হল। টীকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে স্বীকার করে নিল ওই প্রস্তুতকারক সংস্থা।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন