লোকসভা নির্বাচনের আগে একী কান্ড! গভীরে রাতে মহিলাকে ধর্ষণের চেষ্টা, আটক বিজেপি নেতা

নিউজ ডেস্ক : ফের আরেকবার ধর্ষণের চেষ্টা। গত রবিবার রাতের ঘটনা।ছেলের গলায় গোজালি ঠেকিয়ে বধুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে। কিন্তু তদন্ত সূত্রে জানা যাচ্ছে ঘটনাটিতে রাজনীতির গন্ধ নাকে আসছে। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, ৩২ বছরের মহিলার স্বামী কর্মসূএ মারফত ভিন রাজ্যে থাকেন। রবিবার রাতে মহিলা ঘরে ঢুকে দুই নাবালককে নিয়ে ঘুমাচ্ছিলেন। তার অভিযোগ রাত ২ টো নাগাদ বিজেপি নেতা শিবশঙ্কর কোনভাবে বাইরে থেকে খিল খুলে ঘরে ঢোকে। আর সেই আওয়াজে তার ঘুম ভেঙে গেল সকলের। মূলত এই যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে এমনটাই অভিযোগ। মহিলা বলেন," মত্ত হয়ে নগ্ন অবস্থায় এসেছিল লোকটা। ছেলের গলায় ভোজালি ধরে , আমার সঙ্গে চল। চেঁচামেচিতে বাড়ির সকলে উঠে পড়লে পালিয়ে যায়। বলে গিয়েছে বিজেপি জিতলে তুলে নিয়ে যাব" । 

তৃণমূলের দাবি, পহেলা বৈশাখ উপলক্ষে বিজেপি কর্মীদের মোচ্ছব চলছিল। সেখানেই ওই বিজেপির নেতা মদ্যপান করেন।তৃণমূল নেতা , তমাল শোভনের দাবি , "তপশিলি জাতির এক গৃহবধূকে  এইভাবে ধর্ষণের চেষ্টা এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টাকে ধিক্কার জানাই "। তার মতে, "সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে যারা লোকসভা ভোটে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন সেই বিজেপি নেতারা এখন কোথায়? বিজেপির যেখানে যেখানে ক্ষমতায় রয়েছে সেখানে ওদের নেতাকর্মীরা মহিলাদের অত্যাচার করছে। নির্যাতিতার পরিবারের পাশে তৃণমূল রয়েছে"। 


  স্থানীয় সিপিএম নেতা ধিমান হাজরার প্রতিক্রিয়া মতে, "অভিযুক্ত চলে যাওয়ার সময় বলে যাচ্ছে ক্ষমতা এলে তুলে নিয়ে যাব। তাহলে আমাদের বুঝতে হবে রাজনৈতিক দলের চিন্তাভাবনা চিন্তা কি! এই ঘৃণ্য অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি "। জাঙ্গিপাড়ার বিজেপি নেতা প্রসেনজিৎ বাগের বক্তব্য , "যে ঘটনা ঘটেছে তা কাঙ্খিত নয়। তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি অভিযুক্ত আগে বিজেপি করলেও এখন আর আমাদের দলের সঙ্গে যুক্ত নয় নির্যাতিতা মহিলার পাশে আমাদের দল রয়েছে" । পাশাপাশি দলের কর্মীদের সঙ্গে কোন মোচ্ছবে  ছিল না বলে দাবি করছেন প্রসেনজিৎ। 

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন