একদিকে সুরাত লোকসভা কেন্দ্রে ৪ জন নির্দল প্রার্থী, ৩ জন স্থানীয় দলের এবং ১ জন বিএসপির প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। বিএসপি প্রার্থী প্যায়ারেলাল ভারতী মনোনয়ন প্রত্যাহার করে নেন।
অপরদিকে কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানি তাঁর একজন প্রস্তাবককেও নির্বাচনী আধিকারিকের সামনে উপস্থিত করতে পারেননি। তাঁরও মনোনয়ন বাতিল হয়। রিটার্নিং অফিসার সৌরভ পারধি জানান, কুম্ভানির পাশাপাশি কংগ্রেস ‘সাবস্টিটিউট ক্যান্ডিডেট’ হিসাবে সুরেশ পরসালার মনোনয়ন জমা দেয়। কিন্তু দু’জনেরই প্রস্তাবকের সই নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁরা কিছুতেই তাঁদের প্রস্তাবকদের হাজির করতে পারেননি।
যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশের বক্তব্য, “বিজেপি ভয় পেয়েছে। তাই সুরাতে ম্যাচ ফিক্সিং হয়েছে। অথচ ১৯৮৯ সাল থেকে বিজেপি এই আসনে জিতে আসছে। আমাদের ভোট, আমাদের গণতন্ত্র, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান- সবই এখন বিপদে। আমি আবারও বলব, এবারের ভোট খুবই গুরুত্বপূর্ণ।” প্রসঙ্গত, ৭ মে গুজরাটের এই কেন্দ্রে ভোটগ্রহণ।