বাজার খোলার আগে থেকেই আশঙ্কা ছিল ইজরায়েল-ইরানের বিরোধের জেরে শেয়ার বাজারে ব্যাপক প্রভাব পড়তে পারে। বিশ্ব বাজারে দাম বাড়তে পারে অপরিশোধিত তেলের। ক্রুড ওয়েলের দামে বিশেষ কোনও পরিবর্তন না হলেও, সোমবার বাজার খুলতেই ধস নামে শেয়ার বাজারে। সেনসেক্সের ৭২৭ পয়েন্ট পতন হয়ে সূচক নেমে দাঁড়ায় ৭৩৫৩১.১৪ অঙ্কে। নিফটির সূচকেও ২০০ পয়েন্ট পতন হয়ে ২২৩১৫.২০ অঙ্কে পৌঁছয়।
ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনার জেরে ভারতীয় শেয়ারবাজারে এই নিয়ে দ্বিতীয় দিন সূচকের পতন হল। এই পতনের জেরে BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ৫ লক্ষ কোটি টাকা থেকে ৩৯৪.৬৮ লক্ষে নেমে এসেছে৷ টাটা মোটরস, টাটা স্টিল, এসবিআই, এনটিপিসি, পাওয়ার গ্রিডের শেয়ারে সর্বাধিক পতন হয়েছে।
সান ফার্মা, মারুতি সুজুকি, পাওয়ার গ্রিড, টাইটান, জেএসডব্লিউ স্টিল, টেক মাহিন্দ্রা, লারসেন অ্যান্ড টুব্রো এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শেয়ারের দাম পড়েছে। এর আগে বৃহস্পতিবার ঈদ-উল ফিতর উপলক্ষে বাজার বন্ধ ছিল। ক্রুড ওয়েলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারে পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতি যদি জটিল হয়, তবে তেলের দাম ১০০ ডলার অতিক্রম করতে পারে।