নিউজ ডেস্ক : বিক্ষোভের মুখে পড়লেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।
হুগলির বাঁশবেড়িয়ায় বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বাঁশবেড়িয়া অঞ্চলের তৃণমূলের উপপুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় ও তার অনুগামীদের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা অভিযোগ কেন্দ্রীয় বাহিনী তাদের ধাক্কা দেওয়ায় চোট পেয়েছেন শিল্পী।
শনিবার রাতে বাঁশবেড়িয়া অঞ্চলের একটি কালিপুজোয় যোগ দিতে যাচ্ছিলেন এলাকার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ, সেই সময় বাঁশবেড়িয়ার ১৭নং ওয়ার্ডের সেন পুকুর এলাকায় লকেটের গাড়ি আটকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল। এই বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূলের মহিলা মোর্চা সভাপতি শিল্পী চট্টোপাধ্যায়।
ইতিমধ্যেই ঘটনার বিষয়ে হুগলি জেলা শাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন,‘‘আমি বার বার বলেছি, গোটা হুগলি জুড়ে তৃণমূল মাফিয়ারাজ কায়েম করেছে। আজ আমাকে পুজোতে যেতে বাধা দিল তৃণমূলের গুন্ডাবাহিনী। যেখানে প্রার্থীর সুরক্ষা নেই, সেখানে সাধারণ ভোটারদের অবস্থা তো সকলেই বুঝতে পারছেন। হুগলিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন, তার জন্য এই সমস্ত মাফিয়াকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।’’
অভিযুক্ত তৃণমূল নেত্রী শিল্পীর পাল্টা অভিযোগ ওই স্থানে " কিছু লোক কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন। তাদেরকে সরাতে গেলে লকেট চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা আমাকেই ধাক্কা মেরে সরিয়ে দেন। এতে আমার হাতে আঘাত লাগে।’’