আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে তলোয়ার হাতে রামনবমীর মিছিল হাওড়ায়

  নিউজ ডেস্ক : আদালতে নির্দেশ উপেক্ষা করেই চলল রামনবমীর মিছিল। বেশ কিছু শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছিল হাইকোর্ট। যার মধ্যে ছিল অস্ত্র হাতে মিছিল করা যাবে না। যাবে না উচ্চ শব্দ মাত্রার ডিজে বাজানো। কিন্তু কার্যত আদালতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অস্ত্র হাতেই চলল হাওড়ায় রামনবমীর মিছিল।


মধ্য হাওড়ায় রামনবমীর মিছিলে সামিল ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। উপস্থিত ছিল বিজেপির জেলা নেতৃত্ব। সেই মিছিলেই তলোয়ার হাতে হাঁটতে দেখা যায়। তারস্বরে বাজানো হচ্ছিল ডিজে।

প্রসঙ্গত, হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি না পেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া জেলা সভাপতি ইন্দ্রদেও দুবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে মিছিলে অনুমতি দেন।

বিচারপতি জয় সেনগুপ্ত জানান শিবপুর আইআইইএসটি-র ১ নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত মিছিল করা যাবে। প্রয়োজন পড়লে  মিছিলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে। কোনরকম অস্ত্র ব্যবহার করা যাবে না। ২০০ জনের বেশি মিছিলে অংশ নিতে পারবে না। কোনরকম প্ররোচনা মূলক বক্তব্য রাখা যাবে এবং অতিরিক্ত মাত্রায় বক্স বাজানো যাবে না।

কিন্তু কার্যত দেখা গেল হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করেই রামনবমীর মিছিল হল মধ্য হাওড়ায়। 

উল্লেখ্য হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। মোতায়েন করা হয় বিশেষ বাহিনীও। সবকিছুকে উপেক্ষা করেই অস্ত্র হাতে চলল মিছিল।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন