অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভায় প্রধানমন্ত্রিকে পাল্টা জবাব দান মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাইপুরে তৃণমূলের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করেন। সোমবারের সেই সভা উত্তেজিত হন মুখ্যমন্ত্রী। দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেশটাকেই তো জেল বানিয়ে দিয়েছেন।” বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগ আরও একবার শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরীবালদের গ্রেফতারিরও প্রতিবাদ শোনা যায় বাংলার মুখ্যমন্ত্রীর গলায়।

এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদীজী আপনি প্রধানমন্ত্রী। আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একজন প্রধানমন্ত্রীর মুখে এ ভাষা কি শোভা পায় যে ‘৪ জুন হয়ে গেলে চুনচুনকে অ্যারেস্ট করেগা, সবকো জেল মে ভেজে গা’। আরে অভি তো হিন্দুস্তানকো জেল বনা দিয়া আপনে। আপনার এক পকেটে এনআইএ, আরেক পকেটে সিবিআই। এক পকেটে ইডি, আরেক পকেটে ইনকাম ট্যাক্স।” একইসঙ্গে মমতা বলেন, “এরপরও হুমকি দিচ্ছেন কাকে? আমরা হুমকিতে ভয় পাই না।” একইসঙ্গে বলেন, নতুন সংসদভবনকে জেলখানা বানিয়ে দিতে।

প্রসঙ্গ অনুযায়ী, রবিবার কোচবিহারে প্রচারে এসে নরেন্দ্র মোদী বলেছিলেন, এখানে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হয়। লোক দিয়ে হামলা করানো হয়। তৃণমূল আইন ও সংবিধানকে শেষ করে দেওয়ার মতো একটা দল। সে প্রসঙ্গ টেনেই এদিন মমতা বলেন, দেশটাকেই জেল বানানো হচ্ছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন