প্রথম দফার ভোট শেষ হওয়ার পর ও অশান্তির সৃষ্টি জলপাইগুড়িতে

 

নিউজ ডেস্ক - প্রথম দফার ভোট শেষ হতেই আবারও অশান্ত হয়ে উঠল জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন‍্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত। একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে নাকাল হতে হল পুলিশকে।

শেষ পঞ্চায়েত নির্বাচনে এই সন্ন‍্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে ব্যাপাক অশান্তির ছবি দেখা গিয়েছিল। সিপিএম কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছিল। ব্যাপক ব্যালট লুঠের অভিযোগও সামনে এসেছিল। এবার লোকসভা ভোটের শেষেও যেন দেখা গেল একই প্রতিচ্ছবি। ভোট শেষ হতেই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, এবার টার্গেট বিজেপি কর্মীরা। সন্ন্যাসী কাটা গ্রামপঞ্চায়েতের  ১৮ / ১২৬ নম্বর বুথ এলাকায় একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ কয়েকজনের ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কিন্তু দলের বিরুদ্ধে অভিযোগ ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব রোশন হাবিব। উল্টে তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অবৈধভাবে লাঠিচার্জ, মহিলা ভোটারদের চমকানোর অভিযোগ তুলেছেন। অন‍্যদিকে বিজেপি নেতৃত্বর দাবি, তৃণমূলের সংস্কৃতি এটা। মানুষ সবটাই বুঝে গিয়েছে। জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন