নিউজ ডেস্ক: সিঙ্গুরে টাটা কে ফের ফিরিয়ে আনবে বিজেপি সরকার লোকসভা নির্বাচনের প্রচার মন্ত্র থেকে এমনই কথা শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দিল্লি বাড়ি দখলের লড়াইয়ের মাঝেই রাজ্য সরকার বদলের ডাক দিলেন বিরোধী দলনেতা। বাংলায় বিজেপি সরকার গঠন হলে আগামী দিনে টাটাকে রাজ্যে ফের ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিতে দেখা গেল বিরোধী দলনেতা কে
সোমবার সন্ধ্যে ধনিয়াখালিতে লোকসভা নির্বাচনের প্রচারে সভা করেন শুভেন্দু সেই সভা থেকেই তাকে বলতে শোনা গেল, ‘লোকসভা ভোটে বাংলা থেকে ৩৫টি আসন বিজেপি জিতলে, ২০২৬ সাল পর্যন্ত যেতে হবে না। কয়েক মাসের মধ্য়েই সরকার বদলে যাবে। আমরা এমন এক সরকার উপহার দেব, যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে।’
উল্লেখ্য রাজনীতিতে সিঙ্গুর একটি উল্লেখযোগ্য স্থান। সিঙ্গুরের মাটিতে টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ি কারখানাকে কেন্দ্র করে একসময় বাংলার রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। এখনো রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন ৩৪ বছরের দীর্ঘ বাম জমানার অবসানের অন্যতম নেপথ্য কারণ সিঙ্গুর।
বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আন্দোলনে একসময় সিঙ্গুরের মাটি ছেড়ে ফিরে যেতে বাধ্য হয় টাটার কারখানা। সিঙ্গুরের আমজনতাও টাটা গোষ্ঠী চলে যাওয়া নিয়ে দ্বিধা বিভক্ত। আর এসবের মাঝেই টাটা কে ফের ফিরিয়ে আনার কথা শোনা গেল বিরোধী দলনেতার মুখে।