নিউজ ডেস্ক: আগামী দুদিন তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলবে দক্ষিণ বঙ্গের দুটি জেলায়। পাশাপাশি দক্ষিণ বঙ্গের তিনটি জেলাতে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এমনটাই জানালো হাওয়া অফিস।
সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়া এই দুই জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকার কারণে মূলত প্রবাহ থেকে কিছুটা রেহাই মিলবে কলকাতা এবং হাওড়া জেলায়। অন্যান্য জেলাগুলিতে যেভাবে তাপপ্রবাহ চলছে তা অব্যাহত থাকবে। তবে গরম জনিত অস্বস্তি বজায় থাকবে হাওড়া এবং কলকাতায়।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলা তাপপ্রবাহের তালিকায় যুক্ত হচ্ছে বুধবার থেকে।
সোমবার থেকেই উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে গরমের কারণে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
অন্যদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলি মূলত শুকনো আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কয়েকটি জায়গায় দুদিনের জন্য কমবে তাপমাত্রা। তবে সেক্ষেত্রে তাপপ্রবাহের পরিস্থিতির কোন বদল ঘটবে না। সোম ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝারগ্রামে কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা ও হাওড়া জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টি হবে না।
গত কয়েক দিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০-এর বেশি থাকছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। রবিবার রাজ্যে সবচেয়ে বেশি গরম পড়েছিল বাঁকুড়ায়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি বেশি। এ ছাড়া পানাগড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল তাপমাত্রার পারদ।