নিজস্ব সংবাদদাতা, ডানকুনি: ভোট প্রচারে মানুষের জন্য রয়েছে প্রার্থীদের হাজারো 'প্রতিশ্রুতি'। জনগণকে 'রক্ষা' করতে 'শপথ'ও নিচ্ছেন তারা। কিন্তু প্রকৃতিকে বাঁচানোর কোনও বার্তা নেই হবু জনপ্রতিনিধিদের মুখে। শুধু তাই নয়, ভোট প্রচারে দেদার ব্যবহৃত হচ্ছে ফ্লেক্স, ব্যানার। ফলে পরিবেশ দূষণ বাড়ছে। প্রকৃতিকে রক্ষা করতে না পারলে সমগ্র জীবকূলই হবে বিপন্ন। প্রশ্ন তুলছেন প্রকৃতিপ্রেমীরা।
'সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড' নামে একটি পরিবেশপ্রেমী সংগঠন হুগলি জেলার পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদন রেখেছে, "আসন্ন লোকসভা নির্বাচনে, সমস্ত রাজনৈতিক দল প্রচারে পরিবেশের কথা চিন্তা করে প্লাস্টিক ব্যবহার যেন না করেন এবং উচ্চ শব্দে মাইক্রোফোন ব্যবহার না করেন। ভোটপ্রচারে এমন কোনও পরিবেশ সৃষ্টি করবে না যাতে প্রকৃতির ক্ষতি হয়। আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং পরিবেশ নষ্ট করে প্রচারণা না করার জন্য সকল রাজনৈতিক দলকে নির্দেশ দেবেন। আগামী প্রজন্মকে দূষণমুক্ত, সুন্দর পৃথিবী উপহার দিতে এই উদ্যোগকে সফল করতে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।"
কিন্তু এই ভাবনা কেন মাথায় এল পরিবেশপ্রেমীদের? ওই সংগঠনের তরফে সেখ মাবুদ আলীর দাবি "ভোট প্রচারের সময় থেকে দেখে আসছি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে ভোটপ্রার্থীরা বিভিন্ন সমস্যা তুলে প্রচার করেছেন। খাদ্য, বাসস্থান, কর্মসংস্থান গত ইস্যুকে কেন্দ্র করে ভোট প্রচার চলছে।কিন্তু নেই কোনো প্রকৃতিকে বাঁচানোর প্রতিশ্রুতি।আমরা সবাই জানি প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচতে পারবে।" আবু আজাদের অভিযোগ, "প্রকৃতিকে রক্ষা করার বার্তা তো দূরস্থান, ভোট প্রচারে যথেচ্ছভাবে প্লাস্টিক ব্যবহার হয়ে চলেছে। শব্দদূষণও কম হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক"।