এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “মোদী গ্যারান্টি দিয়েছিল কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের। কী ফল হল? আমরা করে দেখালাম। ওরা (ইন্ডিয়া জোট) বাবাসাহেব আম্বেদকরের সংবিধান রক্ষার কথা বলে, কিন্তু তা জম্মু-কাশ্মীরে কার্যকর করেননি। তোমরা সংবিধান নিয়ে গান গেয়েছো, কিন্তু এই মোদীই বাবাসাহেব আম্বেদকরের সংবিধানকে এত বছর বাদে জম্মু-কাশ্মীরে নিয়ে গিয়েছে।”
জম্মু-কাশ্মীর ও ৩৭০ অনুচ্ছেদ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে যে বিতর্কিত মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি এই ধরনের মন্তব্য শুনে লজ্জিত। কংগ্রেসের উচিত আমার কথা শোনা। বিহার, রাজস্থান থেকেও যুবকেরা জম্মু-কাশ্মীরকে রক্ষা করতে গিয়েছেন, নিজেদের আত্মত্যাগ করেছেন। কত জওয়ান তেরঙ্গা উড়িয়েছেন। আপনারা বলছেন কাশ্মীরের সঙ্গে কি লেনা-দেনা? এটা আপনাদের টুকরে টুকরে গ্য়াংয়ের মানসিকতার প্রতিফলন।”
তিনি আরও জানালেন, “আমাদের কি এই ধরনের মানুষের কাছে ক্ষমতা চাওয়া উচিত এই ভাষা ব্যবহারের জন্য? যারা আমাদের জন্য় নিজের প্রাণ দিয়েছেন, তাদের অপমান সহ্য করা উচিত? ইন্ডিয়া জোট হচ্ছে ঘৃণা ও দেশবিরোধী শক্তির ঘাঁটি। এদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই।”
আর জোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এরা যারা দিল্লিতে একসঙ্গে দাঁড়িয়েছে, তাঁরাই একে অপরকে বিভিন্ন রাজ্যে গিয়ে গালি দেয়। বিহারে নিজেদের মধ্যে বিরোধ চলছে। ইন্ডিয়া জোট দুর্নীতিবাজদের আখাড়া।”