নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায়শই হিন্দু মুসলিম মন্তব্যে কটাক্ষের শিকার হন। সংখ্যালঘুদের ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তিনি আবারও কটাক্ষের শিকার হয়েছেন। গত রবিবার হায়দ্রাবাদের একটি সমাবেশে নরেন্দ্র মোদী বলেছেন, "কংগ্রেস ক্ষমতায় এলে যাদের সবচেয়ে বেশি সন্তান আছে তাদেরই সম্পতি দেওয়া হবে।" কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান (মিম) আসাউদ্দিন ওয়েইসি বলেছেন, "ভারতে সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করেন মুসলিমরাই।"তারপর থেকেই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে তোলপাড়।
রাজস্থানের বাঁশবাড়ায় এক জনসভায় সংখ্যালঘুদের নিশানা করে নানা বক্তব্য রাখেন। কিন্তু তার পরেই 'মোদি কি গ্যারান্টি' ট্যাগলাইনে কটাক্ষ করে ওয়েইসি বলেন, "প্রধানমন্ত্রীর একটাই গ্যারান্টি আছে... দলিত ও মুসলিমদের ঘৃণা।" ওয়েইসি আরও বলেন, "হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য প্রধানমন্ত্রী মোদী মিথ্যা কথা বলছেন। প্রধানমন্ত্রী বলছেন যে মুসলিমমরা সবথেকে বেশি সন্তান জন্ম দেন। মোদী সরকারের তথ্যই বলছে মুসলিমদের মধ্যে জন্মহার কমেছে, কিন্তু উনি বলছেন মুসলিমরাই বেশি সন্তানের জন্ম দিচ্ছে। বিজেপি, আরএসএস মিথ্যা প্রচার করছে, বলছে যে মুসলিমরা ভারতে সংখ্যাগুরু হয়ে যাবে।” তিনি কড়া ভাষায় বলেন," প্রধানমন্ত্রী মোদী সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করার চেষ্টা করছেন। ২০০১ সাল থেকে মুসলিম দলিত ঘৃণা ছড়াচ্ছেন। প্রতিটা সংবাদপত্রে লেখা মোদী কি গ্যারান্টি। এই গ্যারান্টি একটাই, তা হল মুসলিম ও দলিতদের প্রতি ঘৃণা ছড়ানো। বিশ্বাস ও ধর্ম আলাদা হলেও আমরাও ভারতের নাগরিক।"