নিউজ ডেস্ক: পোস্ট অফিসে টাকা তজরূপের অভিযোগ এবার হুগলিতে। পোস্ট অফিসে জমা রেখেছিলেন টাকা, গ্রাহকদের সেই টাকায় আত্মসাৎ করার অভিযোগ উঠল পোস্টমাস্টারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের মাড়োখানা এলাকায়।
গ্রাহকদের অভিযোগ ওই পোস্ট অফিসের পোস্টমাস্টার সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন পাশাপাশি একের পর এক গ্রাহক পোস্ট অফিসে টাকা জমা রাখলেও হাতে পাননি সেভিংস বই। বারবার সেই কথা বলতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফিরিয়ে দেন পোস্টমাস্টার। আর এবার সেই পোস্টমাস্টারের বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাৎ এর অভিযোগ করলেন গ্রাহকরা যদিও অভিযোগ মেনে নিতে নারাজ ওই পোস্টমাস্টার।
মারোখানা এলাকার অভিযুক্ত পোস্টমাস্টারের নাম দীপক বাগ। এবার তার বিরুদ্ধেই স্বরূপ হয়েছে এলাকার উপভোক্তারা। স্থানীয় গ্রাহকদের অভিযোগ বিভিন্ন সময়ে গ্রাহকদের পোস্ট অফিসে জমা রাখা কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে পাশাপাশি অভিযোগ জমা রাখা টাকার সহ ফিক্সড ডিপোজিট এর টাকাও আত্মসাত করা হয়েছে।
ইতিমধ্যেই ওই পোস্টমাস্টারের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ডাক বিভাগে এমনটাই জানাচ্ছেন স্থানীয় গ্রাহকরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডাকবিভাগ।
এই প্রসঙ্গে স্থানীয় এক গ্রাহক বলেন,আমার ছেলে সই করে দিয়েছিল। বলেছিল আমাকে সুদের ১৪ হাজার টাকা তুলে নিতে এবং বইটা পোস্ট অফিস থেকে সংগ্রহ করে নিতে। ১৫ দিন ঘোরানোর পর ১৪ হাজার টাকা দেয়। ২ লক্ষ টাকা ফিক্সড করতে দিয়েছিলাম। ১ মাস ধরে ঘোরাচ্ছে বই দিচ্ছে না। রোজ আজ নয় কাল করছেন পোস্ট মাস্টার। আমার ছেলে নেপালে থাকে। পোস্ট মাস্টার বলছিলেন ছেলে না এলে টাকা দেবেন না। ছেলেকে অত দূর থেকে পর্যন্ত এনেছি। এরপর কি না বলেন টাকা তোলা হয়ে গিয়েছে। ছেলে তো শুনে অবাক। পোস্ট মাস্টার শুনে বলছেন যা পারেন করে নিন।”
আরও এক গ্রাহকের অভিযোগ, "মেয়ে বাইরে থাকে আমাকে সেভিংস-এর বই করে দিয়েছিল। বলেছিল যা টাকা পাঠাব সেভিংস-এর বইয়ে রেখে দেবে। আমিও সেই মতো রেখে দিই। কিন্তু বই দেয় না পোস্ট মাস্টার। কখনও বলছে বই হারিয়ে গিয়েছে, কখনও বলছে অন্য পোস্ট অফিসের ব্যাগে চলে গিয়েছে।”
অভিযোগ অস্বীকার করে পোস্টমাস্টারের দাবি এরকম কিছুই ঘটেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয়টাই জানানো হয়েছে তারাই সবকিছু খতিয়ে দেখছেন।