বিজেপির বিরুদ্ধে ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগ তুলো তৃণমূল, পাল্টা জবাব বিজেপির

নিউজ ডেস্ক -ভোটের জন্য সবর বাংলা আরও তপ্ত হচ্ছে রাজনীতির বাতাবরণ। এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। কোচবিহারের সভা থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেছেন মমতা। বিজেপির অভিযোগ, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেও ‘বিতর্কিত’ মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে এবার সরাসরি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে অভিযোগ জানাল বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া।

বিজেপির তরফে কমিশনে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপত্তিকর’ ও ‘অসাংবিধানিক’ শব্দ প্রয়োগ করেছেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে নির্বাচন কমিশনের তরফে ভোটের আগে যে সব রাজনৈতিক দল ও নেতাদের প্রচারের সময়ে যথাযথ মর্যাদা বজায় রাখার কথা বলে গাইডলাইন জারি করা হয়েছিল, সে কথাও নালিশ-পত্রে উল্লেখ করেছে বিজেপি। কমিশনের কাছে পাঠানো ওই চিঠিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের গাইডলাইন না মানা এবং প্রধানমন্ত্রীকে নিশানা করে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহারের অভিযোগ তুলেছে বিজেপি শিবির।

উল্লেখযোগ্য বিষয়, এর আগে বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তথা বর্ধমান-দুর্গাপুরের পদ্ম প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধেও ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগ তুলেছিল তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। সেই নিয়েও ভোটের মুখে সম্প্রতি ব্যাপক হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। পদক্ষেপ করেছিল কমিশনও। শোকজ করা হয়েছিল দিলীপ ঘোষকে। বিজেপি প্রার্থীও অবশ্য তাঁর জবাবে দুঃখপ্রকাশ করে জানিয়েছিলেন, ‘কাউকে আঘাত দেওয়ার অভিপ্রায়ে ওই বক্তব্য ছিল না’।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন