নিউজ ডেস্ক : লোকসভা নির্বাচনে হুগলির এবারের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। কয়েক যুগ ধরে বাংলা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে রেখেছিল এই অভিনেত্রী। এবার তাকে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে। কিন্তু রচনা নামটা শুনলেই রবীন্দ্রনাথের কথা মাথায় আসে। কিন্তু এই রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ নয়। এই রবীন্দ্রনাথ হচ্ছে স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায়ের পিতা। বছর কয়েক আগে বাবাকে তিনি হারিয়েছেন। সেই শোকটা কাটাতে তার অনেকটা সময় লেগেছে। বাবাকে কেন্দ্র করেই তার জীবনের সমস্ত পথ চলা শুরু। তারই নামটা এসেছে কিন্তু রবীন্দ্র রচনাবলী থেকে। রচনা ব্যানার্জীর আগের নাম ছিলো ঝুম ঝুম। সিনেমার জগতে আসতে গেলে এই নামটির পরিবর্তনের প্রয়োজন হয়। পরবর্তীকালে অভিনেতা সুখেন দাস তার নামটি পাল্টে দিয়ে রাখেন রচনা। তিনি বলেছিলেন ," ঝুম ঝুম নামটা কিন্তু একেবারেই চলবে না। লোকে বলবে মুনমুন সেনের বোন ফলে নাম পাল্টাতেই হবে"। ফলে সিনেমার জগতে আসার তাগিদে, তড়িঘড়ি অভিনেতা সুখেন দাস রবীন্দ্র রচনাবলী খুঁজছিলেন আর সেখান থেকেই তার নাম পছন্দ হয় রচনা। ঠিক তখন থেকেই ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় হয়ে গেল রচনা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনে হুগলির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ কন্যা ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়, জানেন কি আসল সত্য?
byMonisha Roy
-
0