নিউজ ডেস্ক - ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। আইন মেনে তাঁদের আদালতে পেশ করা হবে। তাঁদের গ্রেফতার করতে গিয়েই বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। বিক্ষোভের মুখে পড়ে আহতও হয়েছেন এক আধিকারিক। শনিবার ভোরের সেই ঘটনা নিয়ে এবার বিবৃতি প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সেখানেই তারা উল্লেখ করেছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা বিস্ফোরণ তথা বোমা বাধার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি করেছে এনআইএ।
একটি বিবৃতিতে এনআইএ জানিয়েছে, বলাই চরণ মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করা হয়েছে ভূপতিনগর থেকে। মোট ৫ জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। মনোব্রত জানার বাড়িতে যেতেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ। এনআইএ জানিয়েছে, সংস্থার গাড়ি ভাঙা হয়েছে, একজন আধিকারিক আহত হয়েছেন। তাঁরা যাতে গ্রেফতার করতে না পারেন, সেই চেষ্টা করা হয়েছিল বলেও উল্লেখ করেছে এনআইএ।
ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনা ঘটে ২০২২ সালের ডিসেম্বর মাসে। সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার পায় এনআইএ। সেই সূত্রের মাধ্যমে এইদিন তল্লাশি শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থা।
Tags
politics